CM Mamata Banerjee Mukhumukhi Exclusive: ফের কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মমতার
Continues below advertisement
‘মহিলাদের উত্যক্ত করলে প্রতিবাদ করতেই হবে’, এমনটাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের কোপের পরেও কেন্দ্রীয় বাহিনীকে (Central Force) ঘেরাওয়ের তত্ত্বে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মহিলাদের মারলে আত্মরক্ষার অধিকার নেই? ভোট সেন্টারে সিআইএসএফ (CISF) কেন থাকবে? কে কোথায় ভোট দিচ্ছে, তারা দেখছে। নন্দীগ্রামে বলেছে, ভোট দিতে যাবে না। এটা কি কেন্দ্রীয় বাহিনীর কাজ? বাহিনীর নিরপেক্ষভাবে কাজ করা উচিত', এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে'কে দেওয়া সাক্ষাৎকারে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee West Bengal Election 2021 WB Election 2021 TMC BJP West Bengal Assembly Election 2021 Election Commission Nandigram CM Mamata Banerjee Central Force Ec Cisf Suman De Mamata Banerjee ABP Ananda Mukhomukhi ABP Ananda Mukhomukhi Exclusive Mamata Banerjee In Mukhomukhi CM Mamata In Mumkhomukhi Mamata Banerjee Mukhumukhi Exclusive Mukhumukhi Exclusive