Lok Sabha Election: লোকসভা ভোটে বাংলায় আরও ৩ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের | ABP Ananda LIVE
West Bengal: লোকসভা ভোটে(lok sabha election) বাংলায়(west bengal) আরও ৩ প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস(congress)। এখনও পর্যন্ত ১৩টি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। বনগাঁয় কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস। উলুবেড়িয়ায় কংগ্রেস প্রার্থী আজহার মল্লিক। ঘাটালে কংগ্রেস প্রার্থী পাপিয়া চক্রবর্তী।