Mamata Banerjee: 'সিপিএম-কংগ্রেস-বিজেপির বিরুদ্ধে তৃণমূল একসঙ্গে লড়াই করছে', হুঙ্কার মমতার
ABP Ananda LIVE: 'সিপিএম(CPIM)-কংগ্রেস(Congress)-বিজেপির (BJP) বিরুদ্ধে তৃণমূল(TMC) একসঙ্গে লড়াই করছে'। 'সবার ধর্ম কেড়ে নিতে চাইছে বিজেপি'। 'সিএএ (CAA) করে নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে'। '১৭ তারিখে দাঙ্গা করবে, তারপর এনআইএ-কে ঢুকিয়ে দেবে'।'কোনও প্ররোচনায় পা দেবেন না'। 'বিজেপি এজেন্টদের গ্রেফতার করলে, ২-৩টে নাম ঠিক করে রাখতে হবে'। 'টাকা দিয়ে, মাদক মিশিয়ে, ভয় দেখিয়ে ইলেকশন বক্সে চিপ ঢুকিয়ে দিতে পারে বিজেপি'। আত্মতুষ্টির জায়গা নেই, দলীয় নেতৃত্বকে বার্তা মমতার। 'হোটেল পর্যন্ত বুক করে রাখছে বিজেপি, যাতে থাকতে না পারি'।
Tags :
ABP Ananda LIVE BJP Tmc News Narendra Modi Election Commission /West Bengal Lok Sabha Election Tmc Meeting