Congrees: লোকসভা নির্বাচনের বিপর্যয় খতিয়ে দেখতে শুরু হলো প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠক।

Continues below advertisement

Congress Meeting: লোকসভা নির্বাচনের বিপর্যয় খতিয়ে দেখতে শুরু হলো প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠক। 'প্রদেশ কংগ্রেস সভাপতি পদে কে থাকবেন, তা চূডান্ত হবে সবার সঙ্গে আলোচনার পর'। জানালেন এআইসিসি-র পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর। প্রসঙ্গত প্রদেশ কংগ্রেস সভাপতির পদ নিয়ে ইতিমধ্যেই দলের অভ্যন্তরে চূড়ান্ত বিতর্ক তৈরি হয়েছে। পদ ছাড়তে চান, ইতিমধ্যেই এআইসিসি-কে জানিয়েছেন অধীর। এখনও পর্যন্ত সেই আবেদন মঞ্জুর করেনি এআইসিসি। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে চিঠি রাজ্য়পালের। চিঠিতে রাজ্য়ের আইন-শৃঙ্খলার অবনতির উল্লেখ করে যথায়থ ব্যবস্থা নেওয়ার আবেদন বোসের, খবর সূত্রের। নিটকাণ্ডে (NEET Scam) নতুন তথ্য, ধৃত অভিযুক্ত অখিলেশ কুমারের চাঞ্চল্যকর স্বীকারোক্তি। নিট-এর একদিন আগে প্রশ্নপত্রের সঙ্গে উত্তর মিলেছিল, দাবি অখিলেশের। গোটা বিষয়টি ৪০ লক্ষ টাকায় রফা হয়েছিল বলে দাবি ধৃত অখিলেশের। নিটে উত্তীর্ণ হলে ওই টাকা দিতে হবে বলে জানিয়েছিল সিকন্দর, দাবি অখিলেশের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram