West Bengal Elections 2021: অনলাইনে মনোনয়ন, কোভিড রোগীদের জন্য পোস্টাল ব্যালটের সুবিধা, জানাল নির্বাচন কমিশন

Continues below advertisement

‘সমস্ত ভোটকেন্দ্র হবে একতলায়। পশ্চিমবঙ্গে ২০২১ সালে ৩১ শতাংশ ভোটকেন্দ্র বৃদ্ধি। ২০২১ সালে পশ্চিমবঙ্গে ভোটকেন্দ্রের সংখ্যা ১,০১,৯১৬টি। ২০১৬ সালে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৭৭,৪১৩টি। স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলি চিহ্নিত করা হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। বাড়ি বাড়ি প্রচারে যেতে পারবেন প্রার্থী সহ ৫ জন। সব ভোটকর্মীদের টিকাকরণ করা হবে। ভোটদানের সময় একঘণ্টা বাড়ানো হচ্ছে। প্রচারে কোন মাঠ ফাঁকা থাকবে, তার তালিকা তৈরি হবে। এবার অনলাইনে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। পশ্চিমবঙ্গে নির্বাচনের জন্য ২ জন বিশেষ পুলিশ অবজার্ভার। মৃণালকান্তি দাস ও বিবেক দুবে বিশেষ পুলিশ অবজার্ভার। পশ্চিমবঙ্গের জন্য আয়-ব্যয় পর্যবেক্ষক বি মুরলী কুমার। মনোনয়ন জমার সময় প্রার্থীর সঙ্গে থাকতে পারবেন সর্বোচ্চ ২ জন। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। ভোটকেন্দ্রগুলিতে সিসিটিভি নজরদারিতে নির্বাচন হবে। ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রার্থীদের বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে। সংবাদপত্র, সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে। বোর্ড পরীক্ষার কথা মাথায় রাখা হচ্ছে। পরীক্ষার দিন ভোটগ্রহণ নয়,’ জানাল নির্বাচন কমিশন।

বেনজিরভাবে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের জন্য জোড়া পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। একজন হলেন বিবেক দুবে। অন্যজন মৃণালকান্তি দাস। বিএসএফ-এর হেলিকপ্টারে চড়ে তারা চষে বেড়াবেন গোটা রাজ্য। কেন্দ্র সরকার নিজের ক্ষমতা ব্যবহার করছে। মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram