Srijan Bhattacharya: 'পড়াশোনা করা থাকলে পরীক্ষার আগে টেনশন হয় না', প্রচারের শেষলগ্নে 'আত্মবিশ্বাসী' সৃজন

আজ ভোটের শেষ লগ্নের প্রচার। প্রচারে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীরা। তবে প্রচারে না বেরিয়ে আড্ডায় বসলেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য 'পড়াশোনা করা থাকলে পরীক্ষার আগে টেনশন হয় না', প্রচারের শেষলগ্নে 'আত্মবিশ্বাসী' সৃজন। 

এর আগে তৃণমূলের বাধার মুখে পড়েছিলেন সিপিএম প্রার্থী। পঞ্চসায়র থানা এলাকায় শহিদ স্মৃতি কলোনিতে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর রোড শো দফায় দফায় আটকানোর চেষ্টা হয়। সৃজনের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি, ছিঁড়ে দেওয়া হয় পতাকা, ফ্লেক্স। সিপিএম প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। এদিন কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের শহিদ স্মৃতি কলোনিতে সৃজন ভট্টাচার্যর প্রচার ঘিরে উত্তেজনা ছড়ায়। এভাবে বামেদের রুখতে পারবে না তৃণমূল। যাদবপুরে এবার তাঁরাই জিতবেন বলে দাবি করেন সৃজন। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola