Jalpaiguri Cyclone: ৪ মিনিটের ঝড়ে তছনছ ৩ জেলা, ভোটের মুখে রাজনীতির ঝড় | ABP Ananda LIVE

Lok SabhaElection: এটা কি রাজনীতির ঝড়, নাকি ঝড়ের রাজনীতি? কারণ, উত্তরবঙ্গে (North Bengal)দুর্যোগে পাঁচ জন মানুষের মৃত্য়ুর পর, ভোটমুখী বাংলায় যা চলছে, তা আর যাই হোক, ক্ষতিগ্রস্ত মানুষগুলোর তাতে কোনও উপকার হবে না। কারণ, অসহায় মানুষগুলোর পাশে আসলে কে আছে, তা প্রমাণে মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল(tmc)-বিজেপি (bjp)দুপক্ষই। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের তড়িঘড়ি যাওয়াকে সামনে রেখে তৃণমূল বলছে, রাতে কেন এলেন না বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা? একই প্রশ্ন তুলে সুকান্ত মজুমদারকে নিশানা করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও(abhsihek banerjee)। অন্য়দিকে, বিরোধী দলনেতা বলছেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে নয়, মুখ্য়মন্ত্রী আসলে ফটোসেশন করতে গেছেন!

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola