
Delhi election result 2025: 'অর্থের বলে, ED-CBI-কে কাজে লাগিয়ে জিতেছে বিজেপি', বলছেন অধীর
Continues below advertisement
ABP Ananda Live: দিল্লিতে নিজের নাক কেটে আম আদমি পার্টির যাত্রা ভঙ্গ করল কংগ্রেস? জোর চর্চা। 'সরকার বিরোধী মানসিকতা থেকেই ভোট দিয়েছেন মানুষ। অর্থের বলে, ED-CBI-কে কাজে লাগিয়ে জিতেছে বিজেপি। ভোটের আগে আয়কর ছাড় দিয়েছে কৌশলে', বলছেন অধীর চৌধুরী।
আজ সকাল পর্যন্ত জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিল আম আদমি পার্টি। তৃতীয়বার ক্ষমতায় ফিরে অরবিন্দ কেজরিওয়াল হ্যাট্রিক গড়তে চলেছেন বলে দাবি করছিলেন দলীয় নেতৃত্ব। কিন্তু শনিবার দিল্লিতে ভোটগণনা শুরু হওয়ার পর থেকেই ছবিটা স্পষ্ট হতে শুরু করে। ভোট গণনা যতদূর এগিয়েছে, তাতে বিজেপি-ই রাজধানীতে সরকার গড়ার পথে এগিয়ে রয়েছে। শেষ পরিসংখ্যান অনুযায়ী, AAP ২২টি আসনে এগিয়ে, BJP এগিয়ে ৪৮টি আসনে। কংগ্রেস শূন্য। অর্থাৎ ৭০ আসনের বিধানসভায় সরকার গড়তে প্রয়োজনীয় ম্যাজিক সংখ্যা পার করে গিয়েছে BJP।
Continues below advertisement
Tags :
Delhi Assembly Election Result Election Result Live Election Result Breaking Delhi Election Result 2025 Assembly Election 2025 Result 2025 Assembly Election Result