Dilip Ghosh: হাতে হকিস্টিক, গলায় গান ! দিলীপ 'পরদেশি পরদেশি' গেয়ে উঠতেই হাততালির বন্যা!
Continues below advertisement
লাঠি, ত্রিশূল, গদার পর এবার দিলীপ ঘোষের হাতে দেখা গেল হকি স্টিক। বর্ধমান শহরের ইছলাবাদ এলাকায় একটি ক্লাবের মাঠে হকি খেলতে দেখা গেল দিলীপ ঘোষকে। কখনও তিনি ত্রিশূল হাতে, কখনও গদা, কখনও হাতে ব্যাট। দিলীপের প্রচার মানেই রঙিন। দিলীপ ঘোষ মানেই চমক। তাঁকে ঘিরে বিতর্কও কম হয় না। কিন্তু তাতে তাঁর কিছু যায় আসে না। এবার দিলীপ ঘোষ প্রচারে গাইলেন হিন্দি ছবির গান।
Continues below advertisement