Dilip Ghosh Exclusive: দরজা খোলা থাকলে মশা-মাছিও ঢোকে, কালনার বিধায়কের BJP-তে যোগদান প্রসঙ্গে দিলীপ

Continues below advertisement

এবিপি আনন্দের মুখোমুখি রাজ্য বিজেপি (BJP) সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্যে দুর্নীতি নিয়ে সরব বিজেপি। এই অবস্থায় বিভিন্ন ক্ষেত্রে অভিযুক্তদের নেওয়া হচ্ছে দলে। টেট কেলেঙ্কারিতে জড়িত কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুকে (Bishwajit Kundu) জায়গা দেওয়া হয়েছে দলে, যিনি নিজের মুখে টেট (TET) জালিয়াতির কথা স্বীকার করেছেন। এই প্রসঙ্গে দিলীপ বলেন, ‘আমি বেশিরভাগকেই চিনি না, ঘটনাচক্রে অনেকে ঢুকে পড়েছে। ঝাণ্ডা না ধরেই বিজেপি হয়ে গেছে। দরজা খোলা থাকলে মশা-মাছিও ঢোকে।’ যারা অন্য দল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তাদের নিজেদের সততার প্রমাণ দিতে বলেছেন তিনি। দলের ভাবমূর্তির প্রসঙ্গে বলেন, ‘ভারতীয় জনতা পার্টি গঙ্গার মতো, পবিত্রই থাকে’।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram