Dilip Ghosh: 'কাঠিবাজি তো হয়েছেই, জেতা আসন থেকে সরানো হল আমাকে, দেবশ্রী চৌধুরীকে, এটা হারার অন্যতম কারণ', বিস্ফোরক দিলীপ ঘোষ
ভোটে হারের পর (Loksabha Election Result 2024) কেন্দ্র বদল নিয়ে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সামগ্রিকভাবে দেশে বিজেপির ফল নিয়েও সরব হলেন তিনি। আবারও তুলে ধরলনে 'কাঠিবাজি' ইস্যু। ভোটে হারের পর সরাসরি নেতৃত্বের দিকে আঙুল তুললেন দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, "পরাজয় শুধু একটা আসন বা রাজ্যে হয়নি, গোটা দেশেই হয়েছে। প্রায় ৬০ থেকে ৭০টা আসন কমেছে। উত্তরপ্রদেশের মতো রাজ্যেও আমরা ব্যাপকভাবে হেরেছি। কেন্দ্র ও রাজ্যস্তরে অবশ্যই পর্যালোচনা হওয়া উচিত। জেতা আসন থেকে সরানো হল আমাকে, দেবশ্রী চৌধুরীকে, এটা হারার অন্যতম কারণ। রাজনীতির মধ্যেও রাজনীতি হয়। কেন আসন বদল হল, তা কেউ জিজ্ঞেস করেনি, বলেওনি। হঠাৎ নাম ঘোষণা করে দেওয়া হল। সঙ্ঘের লোকেদের বলেছিলাম এখানে পাঠানো হচ্ছে এটার উদ্দেশ্য ঠিক নয়। আমি রাজনীতিও করব না। নির্বাচনেও লড়ব না। সংগঠন দাঁড় করানো কাজ ছিল। কাজ শেষ হয়ে গিয়েছে। সঙ্ঘের লোকেরা বলেছিল, আপনি না থাকলে পার্টিটার কী হবে। আমি থেকেও পার্টির কী হচ্ছে!''