Dinesh Trivedi Resigns From Rajya Sabha: দীনেশের পদত্যাগকে 'দুর্ভাগ্যজনক' বললেন সুব্রত, 'ভালো মানুষ খারাপ দলে গিয়ে ফেঁসে গিয়েছিলেন', মন্তব্য দিলীপের

Continues below advertisement

রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi) । আজ রাজ্যসভা থেকে ইস্তফা দেন এই তৃণমূল সাংসদ। 'দমবন্ধ হয়ে আসছে, এভাবে কাজ করা যাচ্ছে না', রাজ্যসভায় জানান তিনি। দীনেশ ত্রিবেদীর ইস্তফা প্রসঙ্গে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) বলেন, 'হেরে যাওয়ার পরেও দল তাকে সাংসদ করেছিল। এটা খুবই দুর্ভাগ্যজনক।' BJP নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, 'আগামী দিনেও অনেকে তৃণমূল কংগ্রেস ছাড়বেন। আত্মসম্মান বোধ নিয়ে কেউ তৃণমূল কংগ্রেসে বেশিদিন থাকতে পারবেন না। দীনেশ বাবু ভারতীয় জনতা পার্টিতে এলে স্বাগত।'  "ভালো মানুষ খারাপ দলে গিয়ে ফেঁসে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। ওই দলে আর যে ভালো মানুষ আছেন, তাঁরাও ছেড়ে চলে আসবেন", দীনেশ ত্রিবেদীর পদত্যাগ প্রসঙ্গে বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। CPM নেতা মহম্মদ সেলিমের প্রশ্ন, 'এতদিনে অন্তরাত্মা জাগল?'

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram