ECI Transfers Officials:শেষ দফার ভোটের আগে ৩ পুলিশ আধিকারিককে বদলির সিদ্ধান্ত কমিশনের।ABP Ananda LIVE

Continues below advertisement

ভোটের আগে মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম খানের (Minakhan SDPO Transferred By ECI) বদলির নির্দেশ। ভোটের কোনও কাজে রাখা যাবে না আমিনুলকে, নির্দেশ কমিশনের। সন্দেশখালিকাণ্ডে আমিনুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ছিল শুভেন্দু অধিকারীর। এছাড়াও সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাওকেও বদলির নির্দেশ কমিশনের (ECI Transfers 3 Officials)। রহড়া থানার আইসি দেবাশিস সরকারকেও বদলি করল নির্বাচন কমিশন আজ দুপুর ৩টের মধ্যে কে দেবাশিস সরকারের জায়গায় আসবেন, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, গত মার্চে, লোকসভা ভোট শুরুর আগে, সন্দেশখালিকাণ্ডের তদন্তে এসডিপিও-র দফতরে আসে সিবিআই। সিবিআই সূত্রে খবর, ৫ জানুয়ারি থেকে কারা এসেছিল এসডিপিও দফতরে? জানতে এসডিপিও দফতরের সিসি (CCTV Footage) ফুটেজ তলবও করা হয়েছিল। সেদিনই, পাল্টা বসিরহাট পুলিশ জেলার তরফে, শুভেন্দু অধিকারীর অভিযোগের স্ক্রিনশট পোস্ট করে X হ্য়ান্ডেলে লেখা হয়,এই অভিযোগ পুরোপুরি মিথ্যা। কোনও খারাপ উদ্দেশে পুলিশকে হেয় প্রতিপন্ন করার জন্য এটি করা হয়েছে। এই মানহানিকর ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।শুভেন্দু অধিকারী বলেন,সঠিক জায়গায় গেছে। ওর কাছেই ২টো আইফোন রাখা আছে। সেটা দিয়ে এদিক সেদিক যোগাযোগ করত শাহজাহান। দেরিতে হলেও ঠিক জায়গায় গেছেন। শেষ অবধি তদন্তে কী উঠে আসে, সেদিকেই সবার নজর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram