Election 2024:ভোটগণনার আগে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দুই বিজেপি প্রার্থীর।ABP Ananda LIVE
Continues below advertisement
৪ জুন ভোটগণনা। তার আগে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন দুই বিজেপি প্রার্থী। হুগলিতে স্ট্রং রুমের সামনে উত্তেজনা। স্ট্রং রুমের সিসিটিভি বদল করে ইভিএম বদলানোর ছক কষছিল রাজ্য পুলিশ, অভিযোগ বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর। নিরাপত্তা খতিয়ে দেখতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্য়ায়ের যাওয়া ঘিরে গতকাল রাতে হুগলিতে স্ট্রং রুমের সামনে উত্তেজনা ছড়াল। লকেট চট্টোপাধ্য়ায়কে গো ব্য়াক স্লোগান তৃণমূলের। পাল্টা জয় শ্রী রাম স্লোগান দেয় বিজেপি কর্মীরা। স্থানীয় এইচআইটি কলেজে স্ট্রং রুমে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য় পুলিশের নিরাপত্তা বলয়ে রয়েছে হুগলি লোকসভা কেন্দ্রের ইভিএম। স্ট্রং রুমের পিছনের দিক সুরক্ষিত নয় বলে অভিযোগ তুলে গতকাল সকালে রিটার্নিং অফিসারকে চিঠি লেখেন লকেট চট্টোপাধ্য়ায়। রাতে ইভিএমের সুরক্ষা নিয়ে আশঙ্কা প্রকাশ করে স্ট্রং রুমে পৌঁছে যান বিজেপি প্রার্থী।খবর পেয়ে কলেজের বাইরে জড়ো হন তৃণমূল কর্মীরা। অন্য দিকে, স্ট্রং রুমের সিসিটিভি বদল করে ইভিএম বদলানোর ছক কষছিল রাজ্য পুলিশ। অভিযোগ করলে বিষনুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রাজ্য পুলিশকে সহযোগিতার অভিযোগ তুলেছেন তিনি। বিজেপি প্রার্থীর তোলা অভিযোগ অস্বীকার করেছেন বাঁকুড়ার পুলিশ সুপার।
Continues below advertisement
Tags :
DISTRICT Election 2024 Lok Sabha ELection 2024 Locket Chatterjee On Strong Room Saumitra Khan On Strong Room