Modi In Kolkata:আজ কলকাতায় রোড শো প্রধানমন্ত্রীর, সেজে উঠছে শ্যামবাজার ও সংলগ্ন এলাকা।ABP Ananda LIVE

আজ কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী। সেই উপলক্ষ্যে সেজে উঠছে শ্য়ামবাজার ও সংলগ্ন চত্বর। শেষ দফা ভোটের আগে আজ ফের বঙ্গে মোদি। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত মোদির রোড শো। নেতাজি মূর্তির পাদদেশ থেকে স্বামী বিবেকানন্দর বাড়িতে যাবেন মোদি। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করবেন প্রধানমন্ত্রী। অশোকনগর ও বারুইপুরে সভার পর বিকেলে রোড-শো, আপাতত এমনই কর্মসূচি। শ্যামবাজারে মোদির রোড শোয়ে লক্ষাধিক মানুষের সমাগম হবে, দাবি সুকান্ত মজুমদারের। মোদির রোড শো-র জন্য প্রতি ১০০ মিটার অন্তর মঞ্চ তৈরির কথা থাকলেও, পুলিশের অসহযোগিতায় তা হচ্ছে না, অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি। প্রচারে যে কেউ আসতে পারেন, তবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন, মন্তব্য কুণাল ঘোষের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola