Elelction 2021: কাটছে জট, একসঙ্গে CPM-ISF-Congress জোটের প্রার্থীতালিকা

Continues below advertisement

আজই যৌথ প্রার্থীতালিকা ঘোষণা করতে পারে সিপিএম, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তারুণ্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করছে সিপিএম। একঝাঁক ছাত্র ও যুব নেতাকে প্রার্থী করতে পারে তারা। নির্বাচন কমিটি, স্ক্রিনিং কমিটিতে ঝাড়াই বাছাইয়ের পর কংগ্রেসের প্রার্থীতালিকা সাধারণ ঘোষণা করে AICC। সূত্রের খবর, এই প্রক্রিয়া যাতে দ্রুত সেরে ফেলা হয়, সেব্যাপারে উদ্যোগী হন খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শুক্রবার দুপুরের মধ্যে যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে বলে মনে করছেন কংগ্রেস নেতারা। তারপরই একসঙ্গে প্রথম দু’দফার প্রার্থীতালিকা ঘোষণা করে দেবে বাম-কংগ্রেস এবং ISF। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram