Udayan Guha: পঞ্চায়েত ভোটের আগে হিংসাদীর্ণ কোচবিহারে রাজ্যপাল! কী প্রতিক্রিয়া মন্ত্রী উদয়ণ গুহর? ABP Ananda Live

পঞ্চায়েত ভোটের আগে হিংসাদীর্ণ কোচবিহারে রাজ্যপাল। গতকাল নিহত তৃণমূল নেতার বাড়িতে যান তিনি। আজ বেসরকারি হাসপাতালে ভর্তি তৃণমূলের অঞ্চল সভাপতিকে দেখতে যান রাজ্যপাল। এর আগে গতকাল মাঝরাতে হাসপাতালে ফোন করে তৃণমূল নেতা-সহ আহতদের যাতে ভালভাবে চিকিৎসা হয়, তার নির্দেশ দেন। কোচবিহারের কন্ট্রোল রুম থেকে ফোন যায় রাজ্য নির্বাচন কমিশনার ও কোচবিহারের জেলাশাসক ও পুুলিশ সুপারের কাছে। রাজ্যপালের সফর চলাকালীন গতকাল কোচবিহারের গীতালদহে তৃণমূলের অঞ্চল সভাপতিকে কোপানোর অভিযোগ ওঠে নির্দলদের বিরুদ্ধে। বাঁচাতে গিয়ে জখম হন আরও কয়েকজন তৃণমূল কর্মী। রাতে হাসপাতালে ফোন করে আহতদের সম্পর্কে খোঁজ নেন রাজ্যপাল। গভীর রাতে রাজ্যপালের ওএসডি সন্দীপ সিং রাজপুত ফোন করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হাকে। ফোন ধরেননি রাজীব। এরপর কোচবিহারের জেলাশাসক ও পুলিশ সুপারকে ফোন করার নির্দেশ দেন রাজ্যপাল। গোটা বিষয় প্রসঙ্গে কী বললেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ণ গুহ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola