High Court on Ram Navami: হাওড়ায় রামনবমী শোভাযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের। ABP Ananda Live
হাওড়ায় রামনবমী (Ram Navami) শোভাযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের (High Court)। জমায়েত কমিয়ে শোভাযাত্রার অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তর। ২০০ জনের জমায়েত নিয়ে শোভাযাত্রায় অনুমতি। 'বি ই কলেজের ১ নম্বর গেট থেকে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত করা যাবে শোভাযাত্রা। কোথাও দাঁড়াবে না মিছিল। কোনও অস্ত্রশস্ত্র ব্যবহার করা যাবে না। কোনওরকম প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না। রাজ্য চাইলে প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে কেন্দ্র। দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত শোভাযাত্রা করতে পারবে বিশ্ব হিন্দু পরিষদ। রামের মূর্তি ব্যবহারের জন্য শোভাযাত্রায় একটি গাড়ি রাখার অনুমতি', নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। ২১ জুলাই একই রুটে একই শর্তে আরও একটি সংগঠনকে শোভাযাত্রার অনুমতি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।