Mamata Banerjee Rally: যত কষ্টই হোক না কেন বিজেপি-কে বাংলা দখল করতে দেব না : মমতা

বৃহস্পতিবার কলাইকুণ্ডায় জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, 'আমি না বেরোলে বাংলা দখল করে নেবে বিজেপি। বহিরাগত গুণ্ডাদের কাছে বাংলা ছেড়ে দেওয়া যাবে না। পায়ে চোট, যতই কষ্ট হোক বিজেপিকে বাংলা দখল করতে দেব না।' কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন, 'রেলকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র।' রেলকর্মীদের কাছে আবেদন বিজেপিকে একটা ভোটও নয়' আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আরও বলেন, 'ব্যাঙ্কে টাকা রাখে মানুষ, যদি ব্যাঙ্ক বন্ধ হয়ে যায় তখন টাকা কীভাবে তুলবেন? দুঃসহ গরমের থেকেও দুঃসহ অত্যাচার বিজেপির। তুমি সাধু হলে আজ, আর আমি আজ চোর বটে।'

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola