PM Modi at Purulia: ‘দিদি ভারতের মেয়ে, ওঁর চোট লাগায় আমারও চিন্তা’, কটাক্ষ করেও আরোগ্যকামনা প্রধানমন্ত্রীর

“বাংলার বিকাশ ছেড়ে খেলায় চিন্তা দিদির। এবার বাংলার মানুষ দিদির বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। ১০ বছর ধরে দুর্নীতি হয়েছে, এবার মানুষ সাজা দেবে তৃণমূলকে। ব্রিগেডের সভার পরে কী হচ্ছে দেশের মানুষ দেখছে”, পুরুলিয়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ নরেন্দ্র মোদির (Narendra Modi)। তিনি যোগ করেন, “তোষণের রাজনীতি মানুষ মনে রেখেছে। এমনকি দিদি দেশের সেনাদের বিরুদ্ধেও কথা বলেছেন। পুলওয়ামা হামলার পর কার সঙ্গে মমতা ছিলেন, সবাই জানেন। বাটলা হাউস এনকাউন্টারে জঙ্গির গুলিতে মৃত্যু হয় জওয়ানের। তখন এনকাউন্টারের সমালোচনা করেছিলেন মমতা। তোষণের রাজনীতির এটা বড় পরিবর্তন। বাংলায় অনুপ্রবেশের পিছনে একটাই রাজনীতি তোষণ। লোকসভায় তৃণমূল হাফ, বিধানসভায় পুরো সাফ।“ মমতাকে কটাক্ষ করে মোদি বলেন, “দিদি আমার ওপর রাগ দেখাচ্ছেন। বিজেপি নেতাদের ওপর রাগ দেখাচ্ছেন দিদি। দিদিও ভারতের মেয়ে, তাঁর প্রতি শ্রদ্ধা আছে। দিদির (Mamata Banerjee) চোট লেগেছে, দ্রুত সুস্থ হয়ে উঠুন দিদি।“

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola