Jakir Hossain র উপর হামলাস্থল পরিদর্শনে ADG-CID Anuj Sharma, কী বললেন

Continues below advertisement

রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনকে হত্যার চেষ্টায় হামলা হয়েছিল বুধবার রাতে। এসএসকেএম (SSKM) হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। সেই ঘটনার চারদিন পর রবিবার ঘটনাস্থলে গেলেন এডিজি-সিআইডি (ADG-CID) অনুজ শর্মা। তদন্তের জন্য মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে যান তিনি। ঘুরে দেখেন বিস্ফোরণস্থল। বিকেলে স্টেশনের তদন্তকারীদের সঙ্গে কথা বলেন অনুজ শর্মা। জঙ্গিপুর পুলিশ জেলার এসপি (SP), সামশেরগঞ্জ থানার ওসি (OC), আরপিএফ-এর (RPF) দুই আধিকারিকের সঙ্গেও কথা বলেন তিনি। সূত্রের খবর, বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত কী কী তথ্য মিলেছে, তদন্তের গতিপ্রকৃতি কোন অবস্থায় রয়েছে তদন্তকারীদের কাছ থেকে মূলত এসব কথাই জানতে চান অনুজ শর্মা (Anuj Sharma)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram