West Bengal Assembly Election 2021: বাঙালি আবেগে শান, বাংলার মনীষী স্মরণে J P Nadda
আলিপুর চিড়িয়াখানা থেকে বিদেশি পাখি চুরির অভিযোগ উঠেছে। তিনটি 'কিল বিল্লড টৌকান' চুরি গেছে বলে অভিযোগ তুলেছে কর্তৃপক্ষ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। ওয়াটগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে। খাঁচা কেটে পাখি চুরি, দাবি পুলিশের। শিয়রে ভোট। বাঙালি আবেগ ছুঁতে এবার বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। মাল্যদান করলেন মঙ্গল পান্ডের মূর্তিতেও। বিজেপি সভাপতির মণীষীদের বাড়ি যাওয়া নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল (TMC)। আজ নৈহাটিতে কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chatterjee) জন্মভিটেতে আসেন জেপি নাড্ডা (J P Nadda)। নৈহাটিতে বঙ্কিম ভবন ও সংগ্রহশালা ঘুরে দেখেন। কথা বলেন বঙ্কিম ভবনের ট্রাস্টি সদস্যদের সঙ্গে। এরপর সেখান থেকে বক্তব্য রাখেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda)। তিনি বলেন, "বাংলার সঙ্গে সঙ্গে ভারতের স্বাভিমান উদ্বুদ্ধ করার যে কাজ তিনি করেছেন, তার জন্য তাঁকে প্রণাম জানাই।" এরপর হুকুমচাঁদ জুট মিলের কর্মী দেবনাথ যাদবের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। মধ্যাহ্নভোজের মেনুতে ছিল ভাত ও রুটি। এছাড়া ছিল মুগ ডাল, করলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, লাল শাক ভাজা, পোস্তর বড়া, শুক্তো, এঁচোড়ের তরকারি, ফুলকপি আলুর তরকারি, মটর পনির, আমের চাটনি। এর সঙ্গে ছিল রসগোল্লা, দই, এবং মাখা সন্দেশ। সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ, অর্জুন সিংহ-সহ অনেকেই।