Kar Dokhole Delhi: 'বিবেকানন্দের গেরুয়া ধর্মে বিশ্বাস করি আমরা',বিজেপিকে আক্রমণ অভিষেকের।

Lok Sabha Election 2024: স্বামী বিবেকানন্দ বলেছিলেন,পরধর্ম বা পরমতের প্রতি শুধু দ্বেষভাগশূণ্য হলেই চলবে না। আমাদের এই ধর্ম বা মতকে আলিঙ্গন করতে হবে। রাজনীতিতে যা চলছে তা কি আলিঙ্গন না কি শুধুই আক্রমণ, যা নিয়ে সমালোচনার ঝড় বাংলার রাজনীতিতে। ভারত সেবাশ্রম সঙ্ঘ, রামকৃষ্ণ মিশন, ইসকনের সন্ন্যাসীদের একাংশকে আক্রমণ মমতার (CM Mamata Banerjee)।সংখ্যালঘু ভোট পেতে আক্রমণ, মানুষের আস্থায় আঘাত তৃণমূলের' পাল্টা নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।'যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) নয়, বিবেকানন্দের গেরুয়া ধর্মে বিশ্বাস করি আমরা। বিজেপিকে আক্রমণ অভিষেকের (Abhishek Banerjee)।সন্দেশখালির (Sandeshkhali Chaos) অপরাধীদের বাঁচাতে নিরীহ মহিলাদের সম্মানহানি করা হচ্ছে', ষষ্ঠ দফার প্রচারেও মোদির (PM Narendra Modi) মুখে সন্দেশখালি (Sandeshkhali Incident)। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola