Karnataka Assembly Election : সিদ্দারামাইয়া নাকি শিবকুমার ? কে বসবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ?
Continues below advertisement
কে বসবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ? প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নাকি প্রদেশ কংগ্রেস সভাপতি শিবকুমার ? আজ বৈঠকে বসছে কংগ্রেস বিধায়ক দল। সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী করার দাবি জানিয়ে বাড়ির সামনে পোস্টার। শিবকুমারকে মুখ্যমন্ত্রী চেয়ে তাঁর বাড়ির সামনেও পোস্টার।
হিমাচলের পর কর্ণাটকও বিজেপির থেকে ছিনিয়ে নিল কংগ্রেস। ৫ মাসে ২ রাজ্য হাতছাড়া বিজেপির। কংগ্রেসের থেকে অর্ধেকেরও কম আসন পেল বিজেপি। ২২৪ আসনের কর্ণাটকে কংগ্রেস পেয়েছে ১৩৫ আসন। বিজেপির দখলে গেল ৬৬ আসন, জেডিএস-এর আসন সংখ্যা ১৯....
Continues below advertisement