KMC Election 2021: কলকাতা পুরভোটে বাড়ানো হল আরও ৫০০ রাজ্য পুলিশ । Bangla News

Continues below advertisement


রাত পোহালেই কলকাতা পুরভোট। কলকাতার নিরাপত্তায় আরও ৫০০ রাজ্য পুলিশ বাড়ানো হল। ১৪৪টি ওয়ার্ডের নিরাপত্তায় ২৩ হাজার ৫০০ পুলিশ। আজ থেকেই চালু কমিশনের কন্ট্রোল রুম- ২২৯০ ০০৪০/৪১। 'কমিশন, ডিজি, সিপির মধ্য়ে বৈঠক। ভোটের সুরক্ষা নিয়ে প্রতি ঘণ্টায় রিপোর্ট দিতে হবে।' ডিজি ও সিপিকে নির্দেশ কমিশনের। বকেয়া পুরভোট নিয়ে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক কমিশনের।   

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram