Kunal Ghosh: 'এলাকায় চলবে না অন্যায় আবদার', মানিকতলা উপনির্বাচনের আগে কর্মিসভায় কুণালের হুঁশিয়ারি।

Continues below advertisement

TMC News: 'এলাকায় কোথাও চলবে না কোনও কর্মীর অন্যায় আবদার', মানিকতলা উপনির্বাচনের আগে কর্মিসভায় কুণালের হুঁশিয়ারি। 'সময় থাকতে সতর্ক হোন, না হলে আইনি ব্যবস্থা', হুঁশিয়ারি কুণালের। লোকসভায় (loksabha election)জয়ী, তাও পুরসভায় ধরাশয়ী। কাটোয়ার (Katwa)দাঁইহাটের পর বাঁশবেড়িয়ায় প্রকাশ্যে তৃণমূলের কোন্দল(tmc inner clasjh)। পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধেই ক্ষোভ তৃণমূল কাউন্সিলরদের। চেয়ারম্যানের ঘরের সামনে পোস্টার হাতে অবস্থান তৃণমূল কাউন্সিলরদের। 'দুর্ব্যবহার করেন চেয়ারম্যান, অভাব-অভিযোগ শোনেন না'। 'তার জেরে পরিষেবা দিতে না পারায় পুরসভা এলাকায় তৃণমূলের হার'। টক টু মেয়র'-এ কসবায় পানীয় জলের সমস্যা নিয়ে প্রশ্নের মুখে ফিরহাদ হাকিম(firhad hakim)। আপনার জন্য আমি মিথ্যাবাদী হয়ে যাচ্ছি, পুরসভার ডিজিকে ধমক মেয়রের। 'আপনি আমাকে মিথ্য বলেছেন, আপনার জন্য আমি মিথ্যাবাদী হয়ে যাচ্ছি'। 'আর কতদিন লাগবে বলুন, পুরসভার ডিজিকে প্রশ্ন মেয়রের'। '২০২৬-র মধ্যে পানীয় জলের সমস্যা মিটে যাবে'। পুরসভার ডিজির সঙ্গে কথা বলে আশ্বাস মেয়রের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram