Amit Shah: '৩০-এর বেশি আসন পাব, ৩৫-ও হতে পারে', বাংলা নিয়ে আত্মবিশ্বাসী শাহ। ABP Ananda Live

Continues below advertisement

'৩০-এর বেশি আসন পাব, ৩৫-ও হতে পারে', কৃষ্ণনগরে (Krishnanagar) বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে রোড শো-র মাঝে বললেন অমিত শাহ। সন্দেশখালি নিয়েও এবিপি আনন্দকে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া অমিত শাহের। 'মমতা আগে বলুন, সন্দেশখালিতে শেখ শাহজাহান নির্দোষ।' তৃণমূলের প্রকাশ করা ভিডিও নিয়ে প্রতিক্রিয়া অমিত শাহের (Amit Shah)। 'রাজ্যে দুর্নীতি বড় ইস্যু। এখানে ৫১ কোটি টাকা মিলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে যেতেই হবে' বললেন শাহ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram