Amit Shah: 'উনি ঘুরপথে মুখ্য়মন্ত্রী হয়েছেন...', বিধানসভার প্রসঙ্গ তুলে শাহি-খোঁচা। ABP Ananda Live

Continues below advertisement

এবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কাছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) হারের প্রসঙ্গ তুলে খোঁচা দিলেন অমিত শাহ (Amit Shah)। পাল্টা শুভেন্দুকে RAC বিধায়ক বলে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। গঙ্গার নিম্ন অববাহিকায় প্রবেশ করার পর থেকেই, দিনে দিনে আরও খরস্রোতা হচ্ছে ভোট। বুধবার, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের জনসভা থেকে বিধানসভা ভোটে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের প্রসঙ্গ তুলে আক্রমণ শানালেন অমিত শাহ। তিনি বলেন, 'আমি আপনাদের বলে যাচ্ছি শুভেন্দু দা এখান থেকে (নন্দীগ্রাম) মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে হারিয়ে দিয়েছেন। উনি ঘুরপথে মুখ্য়মন্ত্রী হয়েছেন। কিন্তু এবার এতটা জোরালো ভাবে হারান যাতে ওঁর দ্বিতীয় রাস্তাও বন্ধ হয়ে যায়।' অভিষেকের খোঁচা, '৪টে EVM-এর ভোট এদিক ওদিক করে, লোডশেডিং করে মানুষের জনমতকে কারচুপি করে তিনি ভোটে জিতেছিলেন। আমরা হাইকোর্টে মামলা করেছি, এখানকার বিধায়ক এতটাই ভীত-সন্ত্রস্ত যে সুপ্রিমকোর্টে আবেদন করেছিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলাটা করেছে, সেটাকে ভারতবর্ষের অন্য হাইকোর্টে স্থানান্তরিত করা হোক। সুপ্রিমকোর্ট দুগালে দুটো কষিয়ে থাপ্পড় মেরে বলেছে, না কলকাতা হাইকোর্টেই মামলা থাকবে।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram