Lok Sabha Election 2024: জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের ঘটনায় নতুন মোড়! কোন মহারাজের বিরুদ্ধে অভিযোগ? ABP Ananda Live
জলপাইগুড়ি (Jalpaiguri Ramakrishna Mission) রামকৃষ্ণ মিশনের ঘটনায় নতুন মোড়। যে স্বামী অক্ষয়ানন্দর বিরুদ্ধে FIR করেছেন প্রদীপ রায়, তিনি ৭ থেকে ৮ বছর আগে এই জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে ছিলেন। এমনটাই জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ।
৩ দিন পর শিলিগুড়ি (Siliguri) রামকৃষ্ণ মিশনে জমি-মাফিয়ার তাণ্ডবের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। তবে মূল অভিযুক্ত এখনও অধরা। অভিযোগ, শিলিগুড়ির শালুগাড়ার এই রামকৃষ্ণ মিশনের জমি দখল করতে রবিবার ভোরে প্রদীপ রায়ের নেতৃত্বে হামলা চালায় সশস্ত্র গুন্ডাবাহিনী। নিরাপত্তারক্ষী এবং সেখানে বসবাসকারী আবাসিকদের খুনের হুমকি দিয়ে বাড়িছাড়া করা হয়। CC ক্য়ামেরা ভেঙে ফেলার পাশাপাশি, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। প্রদীপ রায়ের বিরুদ্ধে থানায় FIR করে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। একঘণ্টার মধ্য়ে সেই অভিযুক্তই আবার একই থানায় রামকৃষ্ণ মিশনের স্বামী অক্ষয়ানন্দর বিরুদ্ধে পাল্টা FIR করেন। প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে। এই নিয়ে তোলপাড়ের মধ্যেই ৫ জনের গ্রেফতারি। ৩ দিন পরেও অধরা মূল অভিযুক্ত।