Election 2024:হাবড়ায় প্রচারে গিয়ে বারাসাতের BJPপ্রার্থী স্বপন মজুমদারের মুখে বুলডোজার চালানোর হুমকি
ABP Ananda LIVE: হাবড়ায় (habra)প্রচারে গিয়ে বারাসাতের(barasat) বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের(swapan majumdar) মুখে বুলডোজার চালানোর হুমকি। পুকুর ভরাট করে বহুতল বানানোর অভিযোগ তুলে সরাসরি আক্রমণ করেন হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ সাহাকে। জ্যোতিপ্রিয় মল্লিকের মতো তৃণমূলের পুর-চেয়ারম্যানেরও শ্রীঘরে ঠাঁই হবে বলে হুঁশিয়ারি দেন বারাসাতের বিজেপি প্রার্থী। গতকাল হাবড়ায় দলীয় প্রার্থীর মিছিলে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। হাবড়ায় তৃণমূলের জামানত জব্দ হবে বলেও ভবিষ্যদ্ববাণী করেন স্বপন মজুমদার। পুরসভার কথা না ভেবে সংসদীয় এলাকার জন্য কী উন্নয়ন করবেন, তা নিয়ে প্রচার করুন। দুর্নীতি-যোগ অস্বীকার করে বিজেপি প্রার্থীকে পাল্টা জবাব তৃণমূলের পুর-চেয়ারম্যানের। আরও খবর, ভোটের আগে বারাসাত লোকসভা কেন্দ্রের দেগঙ্গায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে গোবিন্দপুর গ্রামে বিজেপির বুথ সভাপতি পরিতোষ মণ্ডলের বাড়ির খড়ের গাদায় আগুন লাগে। বিজেপি নেতার দাবি, ওই এলাকায় বিজেপির প্রভাব রয়েছে। সেটা আটকাতেই ভোটের আগে তৃণমূল এই কাজ করেছে। প্রায় ৩ বিঘা জমির খড় পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। রাতে গোবিন্দপুর গ্রামে বিজেপির বুথ সভাপতি পরিতোষ মণ্ডলের বাড়ির খড়ের গাদায় আগুন লাগে । বিজেপি নেতার দাবি, ওই এলাকায় বিজেপির প্রভাব রয়েছে। সেটা আটকাতেই ভোটের আগে তৃণমূল এই কাজ করেছেঅভিযোগ অস্বীকার করেছে তৃণমূল