Lok Sabha Election 2024: ভোটের পরেও উত্তপ্ত ব্যারাকপুর! TMC বিধায়ককে হুঁশিয়ারি অর্জুনের

ভোটের দিন আমডাঙায় (Amdnga) দুই বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ। ২০ মে, মারধরের অভিযোগ, এখনও গ্রেফতার হয়নি কেউ। গতকাল এই নিয়ে তৃণমূল বিধায়ককে হুঁশিয়ারি দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ (Arjun Singh)। 'বিজেপি কর্মীদের আক্রমণ করলে ঘেরাওয়ের মুখে পড়তে হবে', আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানকে হুঁশিয়ারি অর্জুনের। বিজেপির এত শক্তি নেই যে ঘেরাও করবে, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়কের। 

ভোটের আগে উত্তপ্ত তমলুক লোকসভা কেন্দ্র। নন্দীগ্রামে বিজেপি সমর্থক খুনের দিনই ময়নার বাকচায় আক্রান্ত বিজেপি কর্মী। গতকাল রাতে বিজেপি কর্মীর বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা। তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। জখম হয়েছেন বিজেপি কর্মীর স্ত্রী-ও আহত ২ জনই হাসপাতালে ভর্তি রয়েছেন, হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola