Lok Sabha election: ভাঙড়ের সাতুলিয়ায় বোমাবাজি, উদ্ধার তাজা বোমা, লাঠিচার্জ করে জমায়েত হঠাল পুলিশ
ABP Ananda LIVE: যাদবপুর (Jadavppur)লোকসভা কেন্দ্রে ভোট (lok sabha election)শুরুর আগেই ভাঙড়ের(Bhangar) সাতুলিয়া এলাকায় রাতভর বোমাবাজি। উদ্ধার তাজা বোমা। ISF-কে ভয় দেখাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ উঠল। লাঠিচার্জ করে জমায়েত হঠায় পোলেরহাট থানার পুলিশ।অন্যদিকে, তৃণমূল-ISF খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়ের ফুলবাড়ি এলাকা। বুথে এজেন্ট বসাতে গেলে ISF কর্মীদের উপর আক্রমণ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ ISF-এর বিরুদ্ধেও উঠেছে। ঘটনায় আহত হন দু’পক্ষের বেশ কয়েকজন আহত। ঘটনাস্থলে পুলিশ বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর দেখা না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন যাদবপুরের ISF প্রার্থী নুর আলম খান। আরও খবর,
ভোটদানে বাধা দেওয়ায় সাতসকালেই EVM, VV-PAT ছুড়ে জলে ফেলে দিলেন গ্রামবাসীরা। পুলিশের গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে চলল বিক্ষোভ। জয়নগর লোকসভার কুলতলির মেরিগঞ্জ ২ নম্বর অঞ্চলের ঘটনা। বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারীর অভিযোগ, বিরোধী এজেন্টদের বসতে দিচ্ছিল না তৃণমূল। ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা হতেই ক্ষিপ্ত গ্রামবাসীরা EVM, VV-PAT জলে পুকুরে ফেলে দেন। কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তুলেছেন জয়নগরের বিজেপি প্রার্থী।