Sandehskhali: ভাইরাল ভিডিও নিয়ে এফআইআর খারিজের দাবি, হাইকোর্টে স্বস্তি বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের
ABP Ananda LIVE: ভাইরাল ভিডিও নিয়ে FIR খারিজের দাবি জানিয়ে হাইকোর্টের(calcutta high court) দ্বারস্থ হয়েছিলেন সন্দেশখালির(sandeshkhali) বিজেপি নেতা গঙ্গাধর কয়াল(gangadhar koyal)। সেই মামলায় আপাতত তাঁর স্বস্তি মিলল। গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না, শুক্রবার এমন মৌখিক নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। মামলা পাঠানো হল প্রধান বিচারপতির কাছে। ভুয়ো ভিডিও তৈরি করে প্রকাশ্যে আনার অভিযোগে এবং কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতে হািকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। তাঁর বিরুদ্ধে এই আই আর-র খারিজের আবেদনও জানান বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। এর পাশাপাশি ভিডিও কাণ্ডে সিবিআই-র দাবি করেন তিনি। সেই মামলাতেই এই বিচারপতি মৌখিকভাবে নির্দেশ দেন গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। মূল মামলা প্রধান বিচারপতির কাছে বিচারাধীন।