Mamata Banerjee: সাধু-সন্তদের একাংশকে নিয়ে মমতার মন্তব্যের সমালোচনায় সরব বিশ্ব হিন্দু পরিষদ

Continues below advertisement

ABP Ananda LIVE: সাধু-সন্তদের একাংশকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের(mamata banerjee) মন্তব্যের সমালোচনায় সরব হল বিশ্ব হিন্দু পরিষদ। মুখ্যমন্ত্রীর মন্তব্যকে অশোভনীয় ও অবাঞ্ছিত বলে উল্লেখ করল তারা। এদিকে তৃণমূলনেত্রীর বিতর্কিত মন্তব্য নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে সাফাইয়ের সুর শোনা জোড়াফুল শিবিরে। আরও খবর, 'ইন্ডিয়া জোটের ভাঙনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে', '৫ দফার ভোটেই পরাস্ত ইন্ডিয়া জোট', 'বাংলার মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছে না, তাই খুব রাগ', 'তাই কখনও বিজেপিকে আক্রমণ, কখনও বলছে জোটে আছি', 'কংগ্রেস একটা ডুবন্ত জাহাজ, তৃণমূলের জাহাজেও ফুটো হয়ে গিয়েছে', 'কাল পর্যন্ত কংগ্রেসকে গালাগাল দিচ্ছিল, এখন বলছে জোটে আছি', 'দেশে উন্নয়নের রিপোর্ট কার্ড তৈরি করছে মোদি সরকার', 'বাংলায় তৃণমূলের কাছে রিপোর্ট কার্ড নয়, রেট কার্ড আছে', 'তৃণমূলের কাছে টাকা দাও, চাকরি পাও', 'প্রকাশ্যে তৃণমূলের নেতারা চাকরি বিক্রি করেছে', 'কে দুর্নীতিগ্রস্তদের আড়াল করছে, কে CBI-কে আক্রমণ করছে?','বাংলায় বিজেপি নেতা-কর্মীরা খুন হচ্ছেন, ঝাড়গ্রামেও খুন', 'কংগ্রেস আর তৃণমূল অনুপ্রবেশকারীদের বৈধতা দিতে চাইছে', 'কংগ্রেস বলছে ক্ষমতায় এলে সবার সম্মতির হিসেব নেবে', ভোট-জেহাদি বলে কংগ্রেসকে আক্রমণে প্রধানমন্ত্রী, পরিবারতন্ত্র নিয়ে বিরোধীদের আক্রমণে প্রধানমন্ত্রী , 'জাতপাত, পরিবারতন্ত্রের দল মোদির কাছে হিসেব চায়?', 'এসসি, এসটি, ওবিসির সংরক্ষণ ছিনিয়ে নিতে চায় কংগ্রেস', কংগ্রেসকে সাম্প্রদায়িক দল বলে তীব্র আক্রমণে মোদি, 'তৃণমূলকে সংরক্ষণের অধিকার ছিনিয়ে নিতে দেবেন?''তৃণমূল সরকার রামনবমীর মিছিলে নিষেধাজ্ঞা জারি করে', ঝাড়গ্রামের সভা থেকে বললেন নরেন্দ্র মোদি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram