LokSabha Vote 2024: ভোট পরবর্তী হিংসা রুখতে ভোটের পরেও মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী: রাজীব কুমার

Continues below advertisement

আগামীকাল ৪ জুন ভোট গণনা হবে। এদিকে নির্বাচন কমিশনের কাছে, প্রথমে পোস্টাল ব্যালট গণনা হোক, বলে দাবি জানায় বিরোধী জোট I.N.D.I.A । এদিন সাংবাদিক সম্মেলন করে, গণনা প্রক্রিয়ার নিয়মে বদল করা হবে না বলেই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি বলেন , 'সিস্টেমে কোনও সমস্যা নেই, গণনা নির্বিঘ্নেই হবে। কড়া নজরদারিতে রাখা রয়েছে ইভিএম। এআরও টেবিলে কাউন্টিং এজেন্ট বসতে পারবেন। গণনা নিয়ে বিরোধীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে।'মূলত ২০১৯ সাল অবধি লোকসভা ভোটের গণনায়, প্রথমে পোস্টাল ব্যালট গণনা হত। এই গণনার ফল প্রকাশ না করা অবধি, ইভিএম গণনার চূড়ান্ত ফলও তখন প্রকাশ্যে আনা হত না। বিরোধীদের অভিযোগ, এখন এই নিয়মে বদল আনা হয়েছে। এদিন রাজীব কুমার জানান, গতকাল বিরোধী জোট ইন্ডিয়ার প্রতিনিধিদের তরফে কিছু দাবি জানানো হয়েছিল। আমি সব কিছু মেনে নিয়েছি। ওদের বক্তব্য ছিল যে, কন্টোল ইউনিটক-কে সিসিটিভি-র আওতায় আনা হোক।  ভেরিফিকেশন অব কারেন্ট ডেট অ্যান্ড টাইমও দেখা হবে। শুরু এবং শেষের সময় দেখাতে হবে, এই দাবিও মেনা নেওয়া হয়েছে। রাজীব কুমারের কথায়, অবশ্যই এগুলি দেখাোনো হবে। এটাও মেনে নিয়েছি।..প্রতিটি রাউন্ডও ডিসপ্লে বোর্ডে দেখানো হবে। ৭০ সাল থেকে এই নিয়ম চলে আসছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram