High Court: কোলাঘাটে শুভেন্দু অধিকারীর অফিস এবং ভাড়া বাড়িতে পুলিশি তদন্তে স্থগিতাদেশ। ABP Ananda Live
কোলাঘাটে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অফিস এবং ভাড়া বাড়িতে পুলিশি (HC Stay Order) তদন্তে স্থগিতাদেশ। পুলিশি তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার। কোলাঘাট থানায় দায়ের হওয়া এফআইআর- এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতের। আগামী ১৭ জুন পর্যন্ত বা পরবর্তী শুনানি তদন্তে স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার। আগামী ১১ জুন পরবর্তী শুনানি, এই সময়ের মধ্যে জরুরি কোনও নির্দেশের প্রয়োজন হলে আদালতের (High Court on Police) দ্বারস্থ হতে পারবে পুলিশ। 'সার্চ ওয়ারেন্ট ছাড়াই কোলাঘাটের অফিসে তথা অস্থায়ী বাড়িতে পুলিশ হাজির হয়। স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করে পুলিশ। অভিযোগ করা হয়েছিল যে ওই অফিসে বোমা অস্ত্র এবং নগদ টাকা মজুত করা হয়েছিল। যদিও ওই অফিস থেকে কিছুই পাওয়া যায়নি। পুলিশের দাবি তারা বিকাল ৫ টা নাগাদ অভিযোগ পায়। তারপর ফ্লাইং স্কোয়াড ডাকা হয়, সন্ধে ৬টা নাগাদ তল্লাশি শুরু হয়। রাত ১২ টার পর এফআইআর রুজু হয়।' যদিও কোন ফ্লাইং স্কোয়াড আসেনি, দাবি শুভেন্দু অধিকারীর আইনজীবীর
'এই মামলায় শুভেন্দু অধিকারী অভিযুক্ত বা সাক্ষী নন। যে বাড়িতে তল্লাশি চালানো হয়েছে সেটা শুভেন্দু অধিকারীর বাড়ি নয়, এটা সুরজিৎ দাস নামক এক ব্যক্তির সম্পত্তি। অভিযোগ এলে পুলিশ কি সেটা খতিয়ে দেখবে না? পুলিশকে কাজ করতে বাধা দেওয়া হয়েছে। বেশ কয়েকটি ঘর তালাবন্ধ ছিল।
পুলিশ সেখানে ঢুকতে না পেরে ফেরত চলে এসেছে। এটা যে তাঁর বাড়ি বা পার্টি অফিস সেই নথি কোথায়? কাল তো শুভেন্দু অধিকারী যে কোনও বাড়িকেই নিজের বাড়ি বলে দাবি করতে পারেন।' পুলিশকে কাজে বাধা দেওয়া হয়েছে, তাই পুলিশের পক্ষে কিছু বাজেয়াপ্ত করা সম্ভব হয়নি, দাবি রাজ্যের
'অভিযোগ পেয়েই পুলিশ চলে গেল? পুলিশ অনুসন্ধান করবে না? কটি ক্ষেত্রে পুলিশ অভিযোগ পেয়েই চলে যায়?' প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার।