J P Nadda: 'দেশবিরোধী কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়', আক্রমণ নাড্ডার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(mamata banerjee) তীব্র আক্রমণ জে পি নাড্ডার(J P ANdda)। সন্দেশখালি (sandeshkhali)ও সিএএ(CAA) ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসৎ প্রশাসক বলে আক্রমণ। 'ভোটব্যাঙ্কের স্বার্থে দেশের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় আপোস করছেন' । সংবাদ সংস্থা এনআইএ-কে দেওয়া সাক্ষাৎকারে আক্রমণ বিজেপি সভাপতি নাড্ডার। 'আইনশৃঙ্খলা রক্ষায় মমতার উদ্দেশ্যই সন্দেহজনক'। 'শেখ শাহজাহানের অত্যাচারের বিষয়ে মুখ্যমন্ত্রী হয়েও আপনি কিছু জানেন না!' 'উল্টে বিজেপির নামে দোষারোপ করছেন!' 'নিচু স্তরের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়'। 'দেশের সঙ্গে আপোস করে অনুপ্রবেশকারীদের পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে তৃণমূল'। 'অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিয়ে দেশবিরোধী কাজ করছে তৃণমূল'। 'দেশের সঙ্গে বেইমানি করে সবকিছু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়'। 'সিএএ সম্পর্কে সব জানেন মমতা, তা সত্ত্বেও মানুষকে ভুল বোঝাচ্ছেন'। 'দেশবিরোধী কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়'।