Lok Sabha Election 2024: ৬ দিনের মধ্যেই ভোল বদল, মনোজ টিগ্গাকে 'ভাই' বলে সম্বোধন জন বার্লার
সপ্তাহ ঘোরার আগেই নিজের অবস্থান থেকে ঘুরে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী ও আলিপুরদুয়ারের বিদায়ী বিজেপি সাংসদ জন বার্লা। দলীয় প্রার্থী মনোজ টিগ্গাকে ভাই বলে সম্বোধন করে বললেন, এত বড় পরিবারে তু তু ম্যায় ম্যায় হতেই পারে। দিয়েছেন দলীয় প্রার্থীর হয়ে প্রচারের আশ্বাসও। এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।