Lok Sabha Vote: তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হারবেন বলে পোস্টার পড়ল ডোমজুড়ে

Kalyan Banerjee: ভোটের (lok sabha election)মধ্যে তৃণমূলের(tmc) পোস্টার অস্বস্তি। তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়(kalyan banerjee) হারবেন বলে পোস্টার পড়ল ডোমজুড়ে। চাঞ্চল্যকর বিষয় হল সলপ, লালবাড়ি, কাটলিয়ার বিভিন্ন এলাকায় পড়া এই পোস্টার তৃণমূলের নামে দেওয়া হয়েছে।এর নেপথ্যে তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠদের হাত রয়েছে বলে দাবি করেছেন ডোমজুড়ের তৃণমূল বিধায়ক। যা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। যদিও এ সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ডোমজুড়ে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলেরই পোস্টার! 'রাজীব বন্দ্যোপাধ্যায়ের যাঁরা লোকজন ছিল, যাঁরা অনেকেই এলাকা ছাড়া, যাঁরা তোলা তুলে বেড়াত, তাঁরা এখন বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে যখন বিরোধী শক্তি এখানে এজেন্ট খঁুজে পাচ্ছে না তখন এভাবে রাতের অন্ধকারে পোস্টার ফেলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে', মন্তব্য ডোমজুড় তৃণমূল কংগ্রেস বিধায়ক কল্যাণ ঘোষ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola