Mamata Banerjee: শুভেন্দু এবং শিশির অধিকারী CPM-র সঙ্গে হাত মিলিয়ে নন্দীগ্রামে গণহত্য়া ঘটিয়েছিল:মমতা

Continues below advertisement

ABP Ananda LIVE: এতক্ষণ আপনাদের দেখালাম মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বক্তব্য়, যেখানে তিনি বলেছেন, 'শুভেন্দু এবং শিশির অধিকারী সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে নন্দীগ্রামে গণহত্য়া ঘটিয়েছিল।' কিন্তু এবার আপনাদের দেখাব, আজ থেকে ঠিক সতেরো বছর আগে, দুহাজার সাত সালের ষোলোই মে, তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আরেকটা মন্তব্য়। যেখানে ইস্য়ু ছিল এই নন্দীগ্রাম এবং শুভেন্দু অধিকারীই। গণহত্য়ার জন্য় সরাসরি শুভেন্দু অধিকারী (Suvendu adhikari)এবং শিশির অধিকারীকে(sisir dhikari) দায়ী করলেন মুখ্য়মন্ত্রী(mamata banerjee)। হলদিয়ার জনসভা থেকে তিনি বললেন, 'মনে পড়ে লড়াইগুলোর সময়? বাপ-বেটা কোথায় ছিলেন? পনেরো দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনও চ্য়ালেঞ্জ করে বলছি, সিপিএমের সঙ্গে আন্ডারস্ট্য়ান্ডিং করে, আপনারা নন্দীগ্রামে এই গণহত্য়া ঘটিয়েছিলেন।' পাশাপাশি, দুহাজার একুশ সালে তাঁকে নন্দীগ্রামে প্রতারণা করে হারানো হয়েছিল বলে অভিযোগ করেছেন মুখ্য়মন্ত্রী। পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। 'নন্দীগ্রামের ঘটনা না ঘটলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসা সম্ভব ছিল না। এবং নন্দীগ্রামে যে আন্দোলন হয়ে ছিল তাতে অধিকারী পরিবার অর্থাৎ সম্মানীয় শিশির অধিকারী এবং বর্তমানে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁদের ২ জনের অবদাব অনস্বীকার্য', বললেন সুকান্ত।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram