Lok Sabha Election 2024: বিজেপি কর্মীর মাকে খুনের পরেই উত্তপ্ত নন্দীগ্রাম, আগুন-ভাঙচুুর এলাকায়। ABP Ananda Live
Continues below advertisement
অগ্নিগর্ভ নন্দীগ্রাম। বিজেপি কর্মীর মাকে খুনের পরেই উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম (Nandigram Incident)। গুরুতর আহত হয়েছেন তাঁর ছেলে বিজেপি নেতাও (BJP Leader)। একাধিক দোকানে, খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। মৃতের ছেলে সঞ্জয় আড়ি সোনাচূড়ার বিজেপি এসসি মোর্চার অঞ্চল সম্পাদক।হামলায় গুরুতর জখম সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে কলকাতায়। বিজেপি সমর্থক খুনে অগ্নিগর্ভ নন্দীগ্রাম। সোনাচূড়ার একাধিক দোকানে ভাঙচুর করে আগুন। রাস্তায় গাছের গুড়ি ফেলে বিক্ষোভে বিজেপি। বেলা বারোটার পর অ্যাকশনে পুলিশ-র্যাফ। একাধিক ব্যক্তিকে ধরা হয়। পরে পুলিশ চলেও যান। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি এই খুন করার অভিযোগ করলেও, তৃণমূলের দাবি এটা পারিবারিক বিবাদ- সেখান থেকেই বিজেপির অন্তর্দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে।
Continues below advertisement
Tags :
Lok Sabha ELection 2024