Suvendu Adhikari: 'ভাইপোর উস্কানিরই প্রত্যক্ষ পরিণাম এই রক্তপাত', তোপ শুভেন্দুর। ABP Ananda Live
নন্দীগ্রামে বিজেপি সমর্থক খুনে তৃণমূলকে নিশানা শুভেন্দুর (Suvendu Adhikari)। 'গতকাল ভাইপোর উস্কানিরই প্রত্যক্ষ পরিণাম এই রক্তপাত, পরাজয় নিশ্চিত বুঝে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তৃণমূল। বিজেপি এর শেষ দেখে ছাড়বে, আইনি পদ্ধতিতে প্রতিশোধ নেওয়া হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেওয়া হবে', এক্স হ্যান্ডলে পোস্ট শুভেন্দু অধিকারীর।
তমলুক লোকসভা কেন্দ্রে (Lok Sabha Election 2024) ভোটের ৩ দিন আগে নন্দীগ্রামে খুন হলেন বিজেপির এক মহিলা সমর্থক। নিহত মহিলার নাম রথীবালা আড়ি। নিহত মহিলা বিজেপি সমর্থকের ছেলে-সহ ৭ জন ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম। আশঙ্কাজনক অবস্থায় নিহত বিজেপি সমর্থকের ছেলেকে কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বিজেপির দাবি, বুথ পাহারার সময় গভীর রাতে তাঁদের কর্মী-সমর্থকদের উপর হামলা হয়। বিজেপির আরও অভিযোগ তাঁদের ওপর চড়াও হয় তৃণমূলের বাইক বাহিনী। কুপিয়ে, মাথায় রডের বাড়ি মেরে মহিলা বিজেপি সমর্থককে খুন করা হয় বলে অভিযোগ। নন্দীগ্রাম থানার আইসি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি নেতৃত্ব।