Narendra Modi: 'ভারতবর্ষে 'বেস্ট পারফর্মেন্স স্টেট' যদি কিছু হয়, সেটা হবে পশ্চিমবঙ্গ', বললেন মোদি
ABP Ananda LIVE: পূর্ব ভারতের উন্নয়নে রেকর্ড অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার'। 'আমরা সবাই মিলে সাইক্লোনের মোকাবিলা করেছি'। 'কেন্দ্র রাজ্য সরকারকে সবরকম সাহায্য করেছে'। 'একটা সময় ছিল বাংলা(west bengal) লক্ষ লক্ষ দেশবাসীকে রোজগার দিত'। 'এখন বাংলায় কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে'। 'প্রথমে কংগ্রেস, পরে বাম, পরে তৃণমূল কংগ্রেস দুই হাত দিয়ে লুঠ করছে'। 'কংগ্রেস, সিপিএম, তৃণমূল বাংলার অপরাধী'। 'তৃণমূল ও সিপিএম একই কয়েনের এপিঠ-ওপিঠ'। 'দিল্লিতে(delhi) তৃণমূল কংগ্রেসের(tmc) সহযোগী বামেরা'। '১০ বছর আগে গ্যারান্টি দিয়েছিলাম না খাবো, না খেতে দেব'। 'কেন্দ্রীয় স্তরে ১০ বছরে একটাও দুর্নীতি হতে দিইনি'। 'এবার আমার গ্যারান্টি যে খাবে, সেটা বাইরে বার করব'। 'যা লুঠ করা হয়েছে, সেটা কীকরে ফেরত দিতে হবে, তার জন্য আইনি ব্যবস্থা করছি'। 'প্রায় ১৭০০০ কোটি মানুষের থেকে লুঠ করা হয়েছে, তা মানুষের কাছে ফেরত দিয়ে দেওয়া হয়েছে'। 'বাংলার লুঠ করা সম্পত্তি যাতে মানুষ ফেরত পায়, তার জন্য চেষ্টা করছি'। 'ইন্ডিয়া জোট মধ্যবিত্তের এক্স-রে বার করার কথা বলছে'।