lok sabha elections 2024 phase 5: ব্যারাকপুর লোকসভার আমডাঙায় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ

Continues below advertisement

ABP Ananda LIVE: ব্যারাকপুর (barrackpore)লোকসভার আমডাঙায় (Amdanga)ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ। অভিযান চালায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। জুতো ফেলে, চাষের জমি ধরে পালাতে শুরু করেন অভিযুক্তরা। তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীকে কড়া ধমক পুলিশের। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী আশ্বাস দিলেও ভোটারদের মুখে-চোখে আতঙ্কের ছাপ। অ্যাকশন টেকন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। আরও খবর,  কেন্দ্রীয় বাহিনীকে(central force) বেলাগাম আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের(kalyan banerjee)। যৌন পল্লিতে ঘুরে বেড়াচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, বেলাগাম কল্যাণ। ভোটের দিন সকাল থেকেই পথে কল্যাণ। আগেও একাধিকবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হয়েছেন। এবার বেলাগাম আক্রমণ তৃণমূল প্রার্থীর। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "গতকাল থেকেই যৌন পল্লিতে ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় বাহিনী, মদ খাচ্ছে, অভিযোগ শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীর। আক্রমণ করলেন ISF-কে। বললেন, ভোটের হাওয়া বুঝে ভোরবেলাই ফুরফুরা শরিফ থেকে চলে গিয়েছেন নৌশাদ সিদ্দিকি। দিল্লিতে গিয়ে নাচতে বললেন প্রতিপক্ষ সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরকে।'' পাশাপাশি ডানকুনির চাকুন্ডি হাইস্কুলে কল্যাণ অভিযোগ করেন, "বিজেপির নির্দেশে কেন্দ্রীয় বাহিনী বাড়াবাড়ি করছে। ওরাই ভোটারদের তাড়াবে। এমনকী, প্রার্থীকেও বুথে ঢুকতে দিচ্ছে না।''

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram