Lok Sabha Election: পোলিং এজেন্টদের হাতে চড়-থাপ্পড় খেলেন প্রিসাইডিং অফিসার! উঠল ভয়ঙ্কর অভিযোগ
ভোট শুরুর আগেই লিলুয়া ভারতীয় হাইকুলের ১৭৬ নম্বর বুথে প্রিসাইডিং অফিসার চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠল পোলিং এজেন্টদের বিরুদ্ধে। সরিয়ে দেওয়া হল প্রিসাইডিং অফিসারকে। এখানে একটাই দল, আমাকে মারা হল, অথচ সরানো হল আমাকেই। ক্ষোভ প্রকাশ করলেন প্রিসাইডিং অফিসার গৌতম মান্না। প্রায় ৩ ঘণ্টা পর ওই বুথে শুরু হল ভোটগ্রহণ।
শ্লীলতাহানির অভিযোগে সরিয়ে দেওয়া হল প্রিসাইডিং অফিসারকে। লিলুয়ার ১৭৬ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সরাল কমিশন। সকালে এই প্রিসাইডিং অফিসারই এজেন্টদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন। দীর্ঘক্ষণ বন্ধ ছিল ১৭৬ নম্বর বুথের ভোটগ্রহণ।
Tags :
UP Lok Sabha Election 2024 West Bengal Election 2024 West Bengal Election Voting Live Lok Sabha Elections 2024 Phase 5 Phase 5 Voting In West Bengal