Lok Sabha Election 2024:কেশপুরে এজেন্টদের ভয় দেখানো হচ্ছে, অভিযোগ ঘাটালের বিজেপি প্রার্থী

Continues below advertisement

ABP Ananda LIVE: 'কোথাও কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাচ্ছি না। কেন্দ্রীয় বাহিনী রাতে ঘুমিয়েছে। তৃণমূলকে জেতাতে তৎপর কেশপুর, আনন্দপুরের দুই ওসি। এঁরা তৃণমূলকে জেতানোর জন্য বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে', অভিযোগ হিরণের। আরও খবর, ভোটের আগের দিন মহিষাদলে (Mahishadal) খুন তৃণমূল নেতা (TMC Leader Murder)। খুন হলেন বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য শেখ মইবুল।  রাতে দলীয় কর্মীকে নামিয়ে মোটর সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে আক্রমণের মুখে পড়েন তিনি। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে প্রথমে কোপানো হয় মইবুলকে। এর পর রক্তাক্ত অবস্থায় পুকুরের জলে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। (Mahishadal News)। শনিবার ষষ্ঠদফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। এর কয়েক ঘণ্টা আগে, শুক্রবার বার রাতে খুন হয়ে গেলেন ওই তৃণমূল নেতা। অভিযোগের তির বিজেপি-র দিকে। বিজেপি  যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে। রাজনৈতিক কারণেই এই খুন কি না, এখনও পর্যন্ত পুলিশের তরফে কিছু জানানো হয়নি। তবে ভোট চলাকালীন ফের প্রাণ ঝরল রাজ্যে। (Purba Medinipur News)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram