Lok Sabha Election:কাল সপ্তম দফায় রাজ্যের ৯ কেন্দ্রে ভোট,কেন্দ্রগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
ABP Ananda LIVE: সপ্তম দফার নির্বাচনের (lok sabha election 2024 phase 7)আগে কতটা প্রস্তুতি রয়েছে ৯টি লোকসভা কেন্দ্রে?। কাল সপ্তম দফায় রাজ্যের ৯ কেন্দ্রে ভোট(lok sabha election 2024)। DCRC কেন্দ্রগুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই ভোটকর্মীরা এসে পৌঁছচ্ছেন। কাল ভোট রয়েছে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ডহারবার, মথুরাপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে। মোট ১৭ হাজার ৪৭০টি বুথে ভোটগ্রহণ হবে কাল। যার মধ্যে ৩ হাজার ৭৪৮টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। সপ্তম দফার নির্বাচনে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে।
৫ বছর পর ফের ইডির (ED) রাডারে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। রোজভ্যালির পর এবার রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব। ৫ জুন ঋতুপর্ণাকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের জন্য তলব, খবর ইডি সূত্রের। ED-র তলব প্রসঙ্গে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া দিতে চাননি। ২০১৯-এর ১৮ জুলাই রোজভ্য়ালি মামলায় ঋতুপর্ণাকে জিজ্ঞাসাবাদ করে ইডি রেশন বণ্টন দুর্নীতি মামলায় এবার টালিগঞ্জের অভিনেত্রীকে তলব করল ED। ৫ জুন, সল্টলেকের CGO কমপ্লেক্সে ডাকা হয়েছে ঋতুুপর্ণা সেনগুপ্তকে। ED সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের জন্য টালিগঞ্জের এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় এজেন্সি। এর আগে ২০১৯ সালের জুলাই মাসে রোজভ্যালি মামলায় তলব করা হয়েছিল ঋতুুপর্ণা সেনগুপ্তকে। সেই সময় হাজিরা দিয়েছিলেন অভিনেত্রী।