Lok Sabha Election: কাল দ্বিতীয় দফায় রায়গঞ্জে ভোট,তার আগে বুথে বুথে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী

Continues below advertisement

ABP Ananda LIVE: কাল দ্বিতীয় দফায় রায়গঞ্জে ভোটRaigaunj Lok Sabha Vote)। তার আগে বুথে বুথে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী(Central force)। কাল দ্বিতীয় দফার ভোটের আগে একাধিক ডিসিআরসি-তে প্রস্তুতি চূড়ান্ত। ৩ টি কেন্দ্রে মোতায়েন ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। থাকবে প্রায় ১৩ হাজার রাজ্য পুলিশও। সর্বাধিক স্পর্শকাতর বুথ দার্জিলিঙে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram