Lok Sabha Election 2024: বিজেপি নেত্রী তৃণমূলে! সন্দেশখালিকাণ্ডে ফের সামনে নয়া অডিও ফাইল। ABP Ananda Live
সিরিয়া পারভিন তৃণমূলে যোগ দিতেই তাঁকে বিজেপির আইটি সেলের প্রধান ও বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত সহ-পর্যবেক্ষক অমিত মালব্য ফোন করেছেন বলে দাবি করল তৃণমূল। এবং এই দাবির স্বপক্ষে এই অডিওটি ক্লিপ সামনে এনেছে তৃণমূল। সিরিয়া পারভিন- তিনি ছিলেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। রাজ্যবাসী তাঁকে চিনেছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পাশে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করার এই ছবি দেখে। সব মিলিয়ে সন্দেশখালি আবর্তিত হচ্ছে ভাইরাল ভিডিও-অডিও এবং অভিযোগ-পাল্টা অভিযোগের গোলকধাঁধায়। সন্দেশখালিকাণ্ড নিয়ে বিস্ফোরক সিরিয়া পারভিন। পরিকল্পিত চক্রান্তের অভিযোগ সিরিয়া পারভিনের। সরস্বতী পুজোর দিন। সুকান্ত মজুমদারের কর্মসূচি ঘিরে অশান্ত হয় টাকি। পুলিশের সঙ্গে বচসা, তর্কাতর্কির মধ্য়েই পুলিশের একটি গাড়ির উপরে উঠে পড়েন সুকান্ত মজুমদার। তখন গাড়ির উপর উঠে পড়েন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সিরিয়া পারভিন। এক মহিলা পুলিশ কর্মীকে ধাক্কা মেরে সরানোর চেষ্টা করেন তিনি। ওই ঘটনায়, সিরিয়া পারভিনকে গ্রেফতারও করেছিল পুলিশ। সেই সিরিয়া পারভিনই বৃহস্পতিবার, বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে। তাদের দাবি, এরপরই সিরিয়াকে ফোন করেন বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত সহ-পর্যবেক্ষক অমিত মালব্য।