Lok Sabha Election 2024: 'যত মা-দিদি-বোন লড়েছেন, সবাই এই নির্বাচনে প্রার্থী', সন্দেশখালির প্রচারে বললেন শুভেন্দু
Continues below advertisement
বসিরহাট লোকসভা (Basirhat Lok Sabha) আসনের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে জনসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। 'আজকে আমরা এসেছি সন্দেশখালির আন্দোলন যাতে জয়যুক্ত হয় সেই আবেদন নিয়ে', বললেন শুভেন্দু। বসিরহাটে রেখাকে নিয়ে প্রার্থী ক্ষোভ সামাল দিতে সাফাই শুভেন্দুর। 'যেহেতু একজনের বেশি দু'জনকে প্রার্থী করা যায় না, আমরা সন্দেশখালির এই যে সমগ্র মাতৃশক্তি, এই মাতৃশক্তিকে আমরা প্রার্থী করেছি। এই সবাইকে আমরা প্রার্থী করেছি। ইলেকশন কমিশন বা ভারতের সংবিধানের নিয়ম অনুযায়ী একজনকে প্রার্থী করতে হয়েছে। কারণ একজনই প্রতীক পাবেন। প্রার্থী একা রেখা পাত্র মহোদয়া নয়, প্রার্থী হাজার হাজার হাজার হাজার, সন্দেশখালির পাত্রপাড়া থেকে জেলিয়াখালি, জেলিয়াখালি থেকে বেড়মজুর, যত মা-দিদি-বোন লড়েছেন, সবাই এই নির্বাচনে প্রার্থী', বললেন শুভেন্দু।
'
Continues below advertisement